মন পাখি

অমন  হাসি হাসলে কেন
মনের ক্যানভাসে ধরে যায়,
পাখির মতো কলোরব হয়
হৃদয়ের জানালায়।।

ব্যস্ত সময় পার হয়ে যায়
আটকে যায় নিস্তব্ধতায়
ওই একটা মাত্র কথাই যে দায়
"আমি ভালোবাসি তোমায়"

Post a Comment

0 Comments