পেটকাটি-চাঁদিয়াল

Silhouette, ©SoumyadipM


হৃদ গভীরে দীনতা অব্যয়
প্রকল্পিত দিনের শেষে;
যাবো তবে
শূন্য হাতে অফুরান্তের দিক মেপে,
পেটকাটি-চাঁদিয়ালের বেশে

হারাবো আজ অম্বর মাঝে
ভীষণ দম্ভোলির দেশে;
সেথা হতে
তাকাবো এই নিথর শহর পানে,
পেটকাটি-চাঁদিয়ালের বেশে

বজ্রের স্নায়ুর কাতরতা মেপে
অলেখা কবিতার শেষে;
থাকিব আমি
মুগ্ধ হব বৃষ্টির রচিত চুম্বনে,
পেটকাটি-চাঁদিয়ালের বেশে

মেঘের অভিমান কমে গেলে
আসিতে পারি নেমে;
হেথা সব
পাল ভাঙা জাহাজের ধ্রুবতারা সেজে,
পেটকাটি-চাঁদিয়ালের বেশে।

©সৌম্য

Post a Comment

0 Comments