স্পন্দন....

স্পন্দন

স্নিগ্ধতায় ভরা শশী তুমি
অমাবস্যা র  চন্দ্রাহত অন্ধকার আমি
আমরা একে অপরের পরিপূরক
তন্দ্রা আমার স্বপ্ন তোমার।

তুমি শ্রাবনের ধারার মতো ঝরে পড়ো
আমি ওই বৃষ্টির ধারার তীব্রতার সাথে মিশে যাই
আমাদের এই অবিচলিত অনুরাগের জন্যই
একদিন আমাদের মিলন হবেই।

আমার জীবনের উপন্যাসের নিবৃত্তি
তোমারই কাছে গিয়ে হবে।
আমার অনুভূতিহীন হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করে
যে আবার প্রাণের সঞ্চার করে
সে তো তোমারই হৃদয়ের স্পন্দন।

কোনো এক সুঘ্রাণ নিয়ে
এক মাধুর্যে ভরা নারীসুলভ কমনীয়তা নিয়ে
আমি পিতৃগৃহ ছেড়ে আসবো
তোমার কাছে বিবাহের পূর্ণ সাজে।

আর আমি শুধু তোমারই প্রণয়িণী হয়ে
তোমার জন্য আনবো সেই ফেলে আসা
বড়ই মধুর ষোলোটি বর্ষা ঋতু
এক বন্ধনে বেঁধে।

তোমার পুরুষালি দৃঢ় হাতের বাঁধনে
খুব যত্ন করে ভালোবেসে ধরো
আমাদের এই সযত্নে লালিত ভালোবাসাকে।

কারণ, এই ভালোবাসা রেশমের সুতোর মতোই
বড়ই মসৃণ, বড়ই ভঙ্গুর।
সাতটি জন্মের পর নতুন জন্ম আমার আবার হবে
শুধুমাত্র তোমার জন্য।

এই রেশমের সুতোর মতো ভালোবাসার একটি প্রান্ত ধরে থেকো তুমি
আর তার অপর প্রান্তে থাকবো আমি
তীব্র, চরম অপেক্ষারত অনুভূতি নিয়ে
যা আমায় তোমার সাথে মিলন করাবে।

আমার সেই ভালোবাসার পথ তোমার ভালোবাসার
পথে গিয়ে মিলে মিশে একাকার হয়ে যাবে।

তুমিই সেই যে আমার হৃদয়কে হৃদয়ে
পরিপূর্ণ করে
যা শুধু, শুধুমাত্র তুমি তোমার হৃদয়ের
স্পন্দন থেকে তৈরি হয়।

যে যাকে চিন্তা করে, সে যে তারই সত্ত্বা পায়।

সুমি ভট্টাচার্য্য।
মূল উৎস : The Title Song of Dhadak.

Post a Comment

0 Comments