THE FAMILY MAN - SEASON 2 - REVIEW


 বিনোদনের এই জলশায় শুধুমাত্র লাস‍্যময়ীতা যে সাফল্যের মাপকাঠি হতে পারে না তা আমরা এই ফ‍্যামিলি ম‍্যান এর প্রথম পর্বে দেখতে পাই....... কিন্তু এর দ্বিতীয় পর্ব সবকিছুতেই তার প্রথম পর্ব কে ছাপিয়ে গিয়েছে। প্রথমে আসি........চিত্রনাট্য.......মনোজ বাজপেয়ী: একজন সাধারণ আই.টি কর্মী,স্বাভাবিক ভাবে সেখানকার প্রতিবন্ধকতা  এখানে পরিচালক দেখাতে চেয়েছেন এবং মনোজ বাজপেয়ী তা ফুটিয়ে তুলতে সক্ষম।...........প্রিয়ামনী : একজন সাধারণ গৃহকর্ত্রী কিন্তু তার স্বপ্ন একজন সুখী গৃহিণী হয়ে  ওঠার তাই সে কখনও চাকরি আবার কখনও পুরোনো বন্ধুর দূরভাস এর অপেক্ষায় বসে থাকে।.......সামানথা : একজন  অনবদ্য গেরিলা যোদ্ধা, চালাক তবে ধূর্ত নয়।.....বাকীরা নিজেদের চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম।

কাহিনী - ভারতের অন্যতম বিতর্কিত  আভ্যন্তরীণ বিষয়ে  যার তীব্রতা  এত বেশি যে পৃথিবীর সব থেকে বড় গনতন্ত্রের প্রধানমন্ত্রীকে তার জীবন দিতে হয়েছে। হ‍্যাঁ পরিচালক এখানে লিট্টের( L.T.T.E ) অতীত  দেখিয়েছেন এবং বতর্মান প্রধানমন্ত্রীকে তারা হত্যার পরিকল্পনা করছেন এবং ভারতের গোয়েন্দা সংস্থা T.A.S.C তা ভেস্তে দেওয়ার পরিকল্পনা  এই নিয়ে গল্প এগোতে থাকে।

পরিচালকের বার্তা - এখানে সুস্পষ্ট ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন গুপ্তচর দের জীবনশৈলী,পরিবারকে সময় দিতে না পারা এবং তার ফলে তার ব‍্যক্তিজীবনের ব‍্যর্থতা কখনও ছেলের হুমকি কখনও মেয়ের অপহরণ এসবের মধ্যে দিয়ে সমাজতত্ত্বকে প্রতীণ্ঠিত করতে চেয়েছেন।
                     আর অন্যতম চরিত্রে রাজি ওরফে রাজলক্ষ্মী এক অন্যতম যোদ্ধা।সে তার পরিকল্পনা ফলপ্রসূ করতে নিজের জীবন দিতে রাজী।সমাজের চোখে সে জঙ্গি হলেও নিজের কাছে সে বিপ্লবী।

সিনেমাটোগ্রাফি - শুরুতে এবং শেষে টানটান উত্তেজনা থাকলেও মধ্যখানে গতি একটু ধীর। তবে বেশ  মচকানো আর শিহরণ  আপনাকে বিরক্ত বোধের কোন জায়গা দেবে না।

কেন দেখবেন - এখানেই এই ওয়েব সিরিজ নিজেকে  অন‍্যদের থেকে  আলাদা করে নিয়েছে।সিরিজ টির প্রায় ৪০℅ তামিল ভাষায় আর ৬০℅ হিন্দি ভাষায়।যেখানে আমারা সাধারণত দক্ষিণী সিনেমা দেখতে  ডাবিং এর ওপর নির্ভরশীল সেখানে এই সিরিজ এ কোথাও যেন আমারা ডাবিং এ নির্ভরশীল নই।আমরা স্পেনিস,চাইনিজ,জার্মান শিখতে আগ্রহী কিন্তু আমাদেরই সার্বভৌম দেশে আমরা হয়ত অনীহা অথবা পাশ্চাত‍্য শিক্ষায় শিক্ষীত হওয়ার ইঁদুর দৌড়ে হয়ত আমারা আমাদের পূর্ব পুরুষ দের পথেই হেঁটে চলছি।কবি বলেছিলেন...... বিভিদের মাঝে দেখ মিলন মহান.....হয়ত পরিচালক এর মধ্যে দিয়ে কবির ব‍্যক্তব‍্যকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছেন।

Post a Comment

0 Comments