কলিং বেলটা আরো একবার বেজে উঠলো
সাড়া না পেয়ে আজ মানবতার ধজাধারী মানবরাই হলো,
এ যেন অদ্ভুত এক হুঙ্কার,
তাতেই, স্বৈরাচারীদের দম বন্ধ হচ্ছে, সাম্রাজ্যবাদ বাঙ্কারে
শেষের দিন গুনছে, আর অমানুষদের দেওয়ালে পিঠ,
যেদিকেই তাকাই, কেবল আগ্রাসনের ভেঙে থাকা পরসিলিন।
কোথাও, লোকে হাঁটছে মাইলের পর মাইল, আবার কোথাও
পশু হত্যায় সোচ্ছার,
সাবাস,
সে কি যুদ্ধ ! সে কি মানসিকতা ! সে কি অদ্যম লড়ে যাবার জেহাদ!
প্রতিটা মুহুর্তে একটা করে আঘাত আছড়ে পড়ছে ফ্যাসিবাদের ফটকে,
মানবশক্তিকে রোধ করার ক্ষমতা বোধ করি ওদের নেই।
কিসের এই সংক্রমন !?
প্রশ্ন করেছিল অণুবীক্ষণের নীচে পরে থাকা জীবটাও,
কুড়ে কুড়ে নয়, অদ্ভুত এক স্বাধীনতায় বাঁচার সংক্রমণ,
এ এক মানবিক রেনেসাঁর সংক্রমণ ।
জিওভান্নির কবিতার কথায়
বা ডিলানের পরিচিত কোনো সুরে
গোটা বিশ্ব যেন একটা গান বাঁধছে,
নির্বোধ গুলো তাদের আসল ধর্ম চিনছে।
মানবতা আজ নিজের পায়ে দাঁড়িয়ে তোমার বিমূঢ়তায়
হে ঈশ্বর,
আজ সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নয়।।
©সৌম্য
0 Comments
Posting any kind of spam in comment section is prohibited
Emoji