Nocturnal, ©SoumyadipM |
অজ্ঞাত এক শূন্যতাতে।
বুকের মাঝে সপ্ত ঋষির,
রাত্রি জাগার অভ্যাসেতে।
হটাৎ দেওয়া দমকা হাওয়া
কিংবা শিশির ভোরের দিকে;
মধ্যরাতের উল্কা রাখা ,
এখনো আমার কোলবালিশে।
হিসেব রাখা কবির কলম
বা অনিকেতের ডাকটিকিট,
গভীর রাতে পোস্ট অফিসে
জোনাকীদের রংমিছিল।
সেদিন দেখি মধ্যরাতে হুলুস্থুল কান্ড খুব
চাঁদ নাকি হারিয়ে গেছে,
প্যাঁচা গুলোর ভাঙলো বুক
কখনো দেখি আকাশ মাঝে
হটাৎ নামে লোডশেডিং,
একটি তারা তাকিয়ে থাকে,
ভারী চোখে ঘুমবিহীন
মনে হয় হাজার বছর জেগে আছে,
অজ্ঞাত এক শূন্যতাতে ।।
©সৌম্য
Settings for the picture
- Camera used :- Nikon D7500
- Lens :- Nikkor DX 70-300 mm f/3.5-6.3 VR
- Focal length :- 300×1.5 =450mm
- Shutter speed :- 1/160 sec
- F-stop :- 6.3
- ISO :- 250
- Metering :- Center-weight Avg.
- White balance :- 5500 K
2 Comments
সৌম্যদীপ মুখার্জী , আপনার 'হাজার বছর' কবিতাটি পড়লাম। খুব ভালো লাগলো। মনে হলো, কৃষ্ণপক্ষেও চাঁদ যদি উঠতো...
ReplyDeleteধন্যবাদ, বোধ করি সোনার পাথরবাটি থেকে কৃষ্ণপক্ষের চাঁদ, কবিতাতে সবই পাবেন ।
DeletePosting any kind of spam in comment section is prohibited
Emoji