চেতনা

চেতনা
স্বপ্ন বিলাসে মানুষ্য জাতির কুজ্ঞানে
ধরিত্রী আজ ধ্বংসের মুখে ।

আরোগ্য দাতা পৃথিবী যেনো আজ 
মহা সংকটের মুখে।

কাহারো কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই
কত জীবের হত্যায় আজ প্রকৃতি যেনো শেষ।

আমাজন আজ হাহাকারে
অগ্নি বিষস্ফোরনে মরে।

প্রকৃতির খেলা আজ শেষ হতেছে
মানুষ তবু অজ্ঞানে।

একটি গাছের বিনিময়ে দুটি প্রাণ
তবু কেনো বনজঙ্গল এর এতো নাশ

কিসের শিক্ষা কিসের জ্ঞান 
যে শিক্ষার রক্ষা নেই ?

ধিক্কার জানাই এমন শিক্ষা কে
যে শিক্ষায় প্রকৃতি শেষ ।

মানুষ কি বোঝেনা, গাছ মদের প্রাণ
তাদের রক্ষায় প্রকৃতি রক্ষা
জীবন ময় উজ্জ্বল ।

দৈনিক আহারে প্রকৃতির দানে
জীবন রক্ষা পাই ।

তবু নিষ্ঠুর ভাবে জীব হত্যা
মানুষ  এর কি শোভা পায় ।




Post a Comment

0 Comments