নারী

"নারী...."
                                           
           ইন্দ্রনীল দাস অধিকারী


নারীর গর্ভে জন্ম তোমার
 ওটাই তোমার জন্মস্থান 
যৌন খিদে মেটাতে গিয়ে 
করছো তাদের খান খান।।
আজ যে তুমি বীরপুরুষ
সেই বলিদান কার?
নারীর গর্ভে জন্ম নিয়েই
ধরছো নারীর ঘাড়।।
এ কেমন বিচার...?
তোমাদের এই ঘৃণ্য দৌরাত্ম্যে
ধর্ষন হচ্ছে ছোট্ট নিরুপমা।
কর্ম শেষে আবার বাড়ি ফিরে বল
কিছু খাবার আছে " মা "।।
তোমার মা যেমন নারী
নারী ছিল সেও,
এবার থেকে মা বলে ডাকতে
একটু লজ্জা পেও।।
ভারতমাতা সেও নারী
নারী জগদ্ধাত্রী,
নারী হলো এই সমাজের 
সবার জন্মদাত্রী।।
নারীই শক্তি , নারীই জ্ঞ্যান
নারীই ধৈর্যবান।
মাথা উঁচিয়ে বাঁচতে গেলে
করতে হয় নারীর সন্মান।।।।


Post a Comment

0 Comments