জোনাকি (Jonaki)

Jonaki, ©SoumyadipM


 জোনাকি


এই শহরের আলোর নেশা;

ক্লান্ত বিমর্ষ অন্ধকারের জায়গা নেই,

জায়গা নেই, শেষ বারের 

মতো বাড়ি ফেরা জোনাকিটার;

দেয়ালের বুক জুড়ে সে লিখে গিয়েছিল

তার জাতিস্মর হবার প্রমান,

লিখে গিয়েছিল রাস্তার ট্রাফিকের স্লোগান 

হটাৎ কোনো বিকেলে হ্যালোজেনের আলোয়

দেখা লাশেদের মিছিল, 

চেনা শহরে অচেনা কিছু মুখের কথোপকথন

দাগ টানা হরফে সে রাখেনি কিছুই গোপন।

এটুকুই সে চেয়েছিল জীবনে তার,

নিশাচরের কণ্ঠের মতো হিমায়িত অন্ধকার;

ভেবেছিল শহর জানবে জোনাকির বিভাব

কিন্তু হলো কই,

অভিব্যাক্তি ঢেকে গেল কর্পোরেট বিজ্ঞাপনে,

বাকিটা গিলে নিল ফ্রিজের অনাবিল শীত,

শেষটায় কেবল দেওয়াল থেকে যায় 

স্বভাবের অন্তরীণ ।


©সৌম্য




Post a Comment

0 Comments