CHANGE IS THE ONLY CONSTANT

আজ খুব মেঘ করেছে । পুরো  শহরটাই কালো হয়ে এসেছে । সারা আকাশটা যেন মুখ ভার  করে রয়েছে । ভাবতে ভাবতেই বৃষ্টি নামল । এই সময় জানলার ধারে বসে সে ভাবছিল তার কথা । মেঘ আর বৃষ্টি দুটো এমন নাম যারা এক এ অপরের পরিপূরক । কিন্তু সব ধারনা কি সত্যি হয় ? সবাই কি সবার পরিপূরক হয় ? বাস্তবে মেঘ বৃষ্টি কে ধরে রাখে, কিন্তু সব সম্পর্ক এ  তা খাটে না বোধ হয় । কিছু সম্পর্ক  সেই ভাবে সম্পর্ক বলাও চলে না, আবার কিছু সম্পর্ক হয় নামহীন ।  হঠাত দুটো মানুষ এর ভেতরে দূরত্ব  বাড়ে, রোজকার কথোপকথোন ও কমতে থাকে, অনুভূতির আদানপ্রদান ও বন্ধ হয়ে যায় । একসময় আর আগের চিরপরিচিত নামটাই  আপরিচিত হয়ে পড়ে ।  হয়ত এর নামই বড় হওয়া,সময় এর সাথে সাথে নিজেকে সবার মতো করে মানিয়ে নেয়া  আর আলতো হেসে নিজেকে বলা "ঠিক আছে"।"পাখিকে উড়তে দাও আকাশে সে যদি ফেরার হয় ঠিক ফিরবে"সেই রকম ই কিছু বাঁধন আলগা হতে দিতে হয় সময় র সাথে সাথে । কাউকে জোর করে না বেধে রেখে থাক না সে বাঁধন আলগা, পড়ে থাক কোন আজানার উদ্দেশ্য । এখন ভালোলাগা গুলো খুব একতরফা,একটা মন ই ভাঙে একটা মন ই গড়ে আর এক দিক নির্বাক দর্শক মাত্র,ধ্রুবক এর ভুমিকা পালন করতে ততপর । খারাপলাগা এক আদ্ভুত নেশা, এর ঘোর থেকে কিছুতেই বাইরে আসা যায় না । ভালোলাগার জিনিস গুলো যেন কমে আসছে প্রতিনিয়ত,আর খারাপলাগা গুলো তাদের গ্রাস করতে ব্যস্ত । পুরনো স্মৃতি আমাদের সামনেকার পথটা বন্ধ করে রাখে,আটকে দেয় প্রতিনিয়ত আমাদের চলাকে ।কিন্তু সেই বাধা পেরিয়ে আমরা এগিয়ে চলি শুধুমাত্র ভবিষ্যৎ এর তাগিদে । সব কিছু ফিকে হয়ে যায় সময় এর আবকাশ এ,স্মৃতিতেও ধুলো জমতে থাকে,বই র পাতাটাও উলটে দিতে হ্য় প্রয়োজনে । মোহ টা সাময়িক ।  আমরা সময়ের দাস মাত্র,সময় ও চলতে থাকে আর আমরাও চলতে থাকি সময়ের সাথে সাথে । ভেসে যেতে  থাকি সময়ের দ্বারা চালিত জীবনতরণীর মাধ্যমে । যে তরণীর গন্তব্য কারুর জানা নেই । আজানায় পাড়ি দেওয়ার এক আলাদা আত্তসন্তুস্টি আছে । এইভাবে  ফুরায় জীবনএর এক একটি অধ্যায় ।  বাস্তব হয়ে ওঠে এই কথাটাই " Time and tide wait for none"....

Post a Comment

0 Comments