Blues, ©SoumyadipM |
আজ মেঘের শয্যায় শায়িত দিনপতি,
সুযোগের উপনীতে বৃষ্টি-ধরণীর সাথে প্রেমালাপে মত্ত
পশ্চিম আকাশে আড়ম্বর ভাঙলো জীমুতেন্দ্র
বঙ্গোপসাগরের কূলে কোনো এক অরণ্যে নৃত্য পরিবেশন--
করলো এক ময়ূরীনি,
অব্যাক্ত এক প্রেমিকের ঠোঁটে প্রেমিকার স্পর্শের তরেই--
তন্দ্রা ভাঙলো স্থবির এই প্রকৃতির ।
জেগে উঠলাম,
আরো এক উৎকণ্ঠাভরা পূর্বাভাসে
বারিত বিন্দু তখন দক্ষিণদিকের জানলার সাথে
বিরাজমান সংকট কোণে ,
পলাশী প্রান্তের কোনো এক ক্লান্ত যোদ্ধার ন্যায় --
অম্বরের সর্বোচ্চস্তরে ভ্রাম্যমান চিলটাও
মূছান্বিত গেল পড়শীর ছাদে।
ইউফ্রেটিস নদীর জলে স্রানারত কোনো এক পরির
চোখে ঊষার প্রথম কিরণ পরার ব্যাকুলতার সাথেই
অকাল তিমিরে গৃহের উদ্দেশ্য যাত্রা করলো
অপরিচিত বিহঙ্গী.
বহমান সমীরের তালে আনন্দ উর্মিতে মগ্ন মহীরুহ দল
ওরা ফাঁকি দেবে ক্ষিতির কর
আসন্ন প্রেমের মাদকীয়তায় বুদ গোটা ধরণী
কিন্তু বৃষ্টি আমি যে তোমায় ভালোবাসিনি !
পুরোনো পত্রিকাজাত নৌকাটি --
যখন দ্বিরাগমনের স্রোতে মগ্ন,
তখন তোমার পরকীয়া প্রভঞ্জন সহস্রো
নর-নারী কে করেছে উদ্বাস্তু ।
বন্যার তোড়ে ভেসে এসে, মফস্বলের দুয়ারের
'বিস্ময় জীবগুলো' যখন আঁচল পেতে চাল ভিক্ষা চেয়েছে
তোমার প্রেমময়ী আবেশে
এক যুবক যুবতী ভালোবাসার কৃষানুতে
বাস্তবতাকে দহন করেছে
জঠর টানে মাঝ দরিয়ায়--
জাল ফেলা লোকটি তখনো নিখোঁজ।
দিনের শেষে খরার রুগী কৃষকটা যখন
ক্রন্দন মর্মে অম্বর পানে চেয়েছিল
সে কিন্তু তোমাকেই ভালোবেসেছিলো,
কিন্তু তুমি সারা দাওনি,
বৃষ্টি, তুমি কোনোদিন ফিরে তাকাও নি।
নিজের অন্তু অবকাশে এসেছ তুমি
তাই তিমিরশিক্ত, দুঃসংবাদী এই প্রাতে বলছি
বৃষ্টি আমি তোমাকে ভালোবাসিনি !
©সৌম্য
Settings for the picture :-
- Camera used :- Nikon D7500
- Lens used :- Nikkor DX 18-55mm f/3.5-5.6G VR lens
- Shutter speed :- 1/1600 s
- White balance :- Manual (3637 K)
- F-stop :- 5.6
- ISO :- 250
- Metering :- Matrix
0 Comments
Posting any kind of spam in comment section is prohibited
Emoji