Picture Collected from Google images |
অঘোর তিমির শান্ত নিবিড়
ওরম ধরে নাও, কারণ লিখতে সুবিধা হয়
একা টেবিল তার উপর খাতা
ঈশ্বর জানেন কিসব আঁকিবুকি কাটা
আসলে ছন্দ মেলানোটা ঠিক আমার দ্বারা হয় না
কবিতার গঠন কি শুধু ছন্দেই হয় না কি ?
ওটা তো শিল্প, আকারহীন; অনুভূতির কি আবার
"হাম্বা-মাম্বা" আছে না কি ?!
হঠাৎই পাশের দেবদারু গাছ থেকে প্যাঁচানির চিৎকার
"তুই দুষ্কৃতী, হার্মাদ" ..
এই রে , দেখ আমি নিছক কবি মাত্র ,তাও ছন্দ মেলেনা
সালভাদোর দালির মতো পেন্টিংটাও আসেনা
প্যাঁচানির অকপট স্বীকারোক্তি
"তোর লেখার মধ্যে পোটেন্সিয়াল পাইছি"
আবেগের তোড়ে বললাম আমি
"ছেপে তাহলে বেড়াবে বল ?"
প্যাঁচানির দাবি,
"মজা করছিলাম, তুই তো জেলে যাবি"
মগডাল হতে হাসির আওয়াজ
"ওগো বন্ধু সব ঠিকঠাক ?!"
হলো প্যাঁচার আবির্ভাব..
"কবিদের কলমে স্বাধীনতা চাই
নাহলে গায়ে ছুঁড়ে মারবো সিবিআই"
আমি হাসির ক্রোড়ে
""প্যাঁচা কয় প্যাঁচানি খাসা তোর চেঁচানি !""
প্যাঁচা ধরে ক্রোধের সুর
"ডিরেক্ট কার্তিক থেকে বানিয়ে দেবো অসুর,
তোদের মধ্যবিত্তের যত বুর্জোয়া ভনিতা
হাজার টাকার ন্যায় বাতিল হবে তোমার কবিতা"
অতিপয় নমনীয় হতে হয়
"তোরা থাম না একটু , লিখতে দে আমায়
তারপর কর যত খুশি রোস্ট
গিটার বাজিয়ে শোনাবো অঞ্জন দত্তের বেলা বোস "
প্যাঁচানির জবাব
"কলকাতা হয়ে গেছে লন্ডন
এখন চলবে শুধু জন এলটন"
"আচ্ছা বেশ, হবে তাই"
চোখ বুঝে জবাব দিয়ে যাই
প্যাঁচানি ভূকুঞ্চিত করে বলে
"দেখলি প্যাঁচা ছেলে দেমাগি,
আমি তোকে বলছি এব্যাটা জেহাদী"
"কি বললি ? কাশ্মীরি ?!" জবাব দিলো প্যাঁচা
"ব্যাটার আলাদা করে দেবো মুড়োর থেকে ল্যাজা"
আমার অকপটে স্বীকার
"মাসের অষ্টাদশী পার হলে মধ্যবিত্ত করে জেহাদ,
আর গরীবদের জেহাদ তো পেটে ,
ওদের দরকার শুধু দুবেলা খাবার"
উত্তেজিত হয়ে প্যাঁচার প্রবাদ
"থাম তো বাপু,
এত যখন জানিস তখন,
আমার জায়গায় প্যাঁচা হয়ে তুই তো রাত জাগলে পারিস"
বললাম আমি
"যত দোষ ওই চাঁদটার জানিস,
এতো রোমান্টিসিজমে ভরা
ব্যাটার জন্য না জাগতে পারলাম রাত,
না লিখতে পারলাম ছড়া"
পৈশাচিক হেসে প্যাঁচানির প্রশ্ন
"চাঁদটাকে হাপিস করে দেওয়া যায় না কি বৎস ?!"
হেসে বলে প্যাঁচা
"বানাবো না কি দু তিনটে নিয়মধারা ?!"
আত্মসমর্পনে আমি
"না থাক, আমি পার্ক সার্কাস মোড়ে শান্তি চাই,
নিজের কবিতা নিজে লিখে নেব ভাই"
প্যাঁচার চোখে আলোর ঝলক
"আত্মনির্ভরতার সাথে আধার কার্ডের লিংক
বাধ্যতামূলক"
প্যাঁচানি কহিল ফিসফিসিয়ে মাথা করে নিচু
"এই তো পেয়ে গিয়েছি দেবদারু নির্বাচনে জেতার ইস্যু"
আর কোনো উপায় না পেয়ে অবশেষে হার মানলাম আমি
"এই দেখ গান্ধারীর ন্যায় চোখে বাঁধলাম কাপড়
আজ হতে আমি আস্ত উম্মাদ বদ্ধ পাগল ।"
©সৌম্য
0 Comments
Posting any kind of spam in comment section is prohibited
Emoji