প্রকৃতির প্রতিশোধ
ইন্দ্রনীল দাস অধিকারী
চারিদিকে আজ মৃত্যুমিছিল
সবাই এখন ঘরে,
গল্পের ঠেক তাই আজ বন্ধ
রাস্তার মোড়ের ধারে।।
নেই ধর্ষণ, নেই রাজনীতি,
নেই সাম্প্রদায়িক দ্বন্দ,
কারণ, এখন চলছে লকডাউন
মানুষ আজ ঘরেতেই বন্ধ।।
শুধু কি তাই!!!!
পরিবেশ আজ দূষণ মুক্ত
পরিযায়ী পাখির ঢল,
অরণ্যের বুক থেকে উঠে আসছে তাই
স্বাধীনতার কোলাহল।।
অতি ক্ষুদ্র একটি ভাইরাস
বললো আঙ্গুল দিয়ে চোখে,
আরও একটু সচেতন - পরিবেশ বান্ধব হলে
মরতে হতো না এতো মানুষকে।।
মানুষ যেদিন নিজে বুঝবে
এই পৃথিবীতে সবারই আছে বাঁচার অধিকার,
সেদিন করোনা নিজেই চলে যাবে
দিয়ে যাবে তাঁর প্রতিকার।।
পৃথিবী আবার হেসে উঠবে
ফিরবে তার পুরনো ছন্দে,
প্রকৃতি আবার হবে শান্ত
ভরে উঠবে আনন্দে।।
0 Comments
Posting any kind of spam in comment section is prohibited
Emoji